এপোলো টেলি মেডিসিন




ভারত সরকারের প্রকল্প ডিজিটাল ইন্ডিয়া র দ্বারা আজ ঘরে বসে সম্ভব দূর দূরান্ত থেকে গুণী ডাক্তার  সঠিক পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা । শুধু ডাক্তারের  পরামর্শ নেওয়ার জন্য দূরে যাওয়ার দরকার নেই। আপনার নিজের এলাকায় থাকা সি এস সি  কেন্দ্রে  (সাধারণ সেবা কেন্দ্র) যোগাযোগ করুন। 
   শুধু মাত্র সাধারণ সেবা কেন্দ্রে দূরের সঠিক ডাক্তারের সঙ্গে অনলাইনে ভিডিও চ্যাটিং এর মাধমে সঠিক পরামর্শ এবং প্রেসক্রিপশন ও ঔষধ সামগ্রী সম্পূর্ণ জেনে , নিজের এলাকা থেকেই সুস্থ থাকুন। 

শুধুমাত্র ডক্টর চেকআপ ফিস দিতে হবে সি এস সি কেন্দ্র কে।  কোনো আলাদা ফিস এর প্রয়োজন নেই।